Wellcome to National Portal

** আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, মুক্তাগাছা, ময়মনসিংহ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম **

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যাতায়াত

বাংলাদেশের যে কোন জায়গা হতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন নেমে টাউন হল মোড় আসতে হবে। টাউন মোড় হতে বাস, সিএনজি এবং লেগুনা দিয়ে মুক্তাগাছা বাস স্ট্যান্ডে নেমে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটে আসতে হবে। আবার সড়ক পথে ঢাকা মহাখালী বাস টার্মিনাল হতে ময়মনসিংহের মাসকান্দা অথবা ব্রিজ নেমে টাউন হল মোড় আসতে হবে। টাউন মোড় হতে বাস, সিএনজি এবং লেগুনা দিয়ে মুক্তাগাছা বাস স্ট্যান্ডে নেমে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটে আসতে হবে। উল্লেখ্য যে, মহাখালী বাস টার্মিনাল হতে ইসলাম পরিবহনে সরাসরি মুক্তাগাছায় আসা যায়।